Banner 320x50

ফ্রান্সে একযোগে কয়েকটি কারাগারে হামলা

 


একযোগে ফ্রান্সের তুলন শহরে বেশ কয়েকটি কারাগারে হামলা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ফরাসি বিচারমন্ত্রী।

বিবৃতিতে তিনি জানান, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে দক্ষিণাঞ্চলীয় শহর তুলনের বিভিন্ন কারাগারে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়াতে যানবাহনে করা হয়েছে অগ্নিসংযোগ। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।



ফরাসি কর্মকর্তাদের অভিযোগ, সরকারের মাদকবিরোধী কঠোর অবস্থান রুখতে হামলা চালিয়েছে অপরাধীরা। যদিও এসব হামলায় কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানান কর্মকর্তারা।

এর আগে, বিগত কয়েক বছর ধরে ইউরোপে দক্ষিণ-আমেরিকার কোকেন পাচার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সও এর হাত থেকে রক্ষা পায়নি। ফলে কঠোর হয় সরকার। জব্দ করা হয় রেকর্ড পরিমাণ কোকেন ও সাদা পাউডার। এ থেকে পরিত্রাণ পেতে কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয় মাদক সম্রাটদের। এরই জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.