জনগণ ‘টাকা খেয়ে ভোট দিয়ে দেয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক আলোচনায় উপস্থাপিকার প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘অনেকে তো বলছে, আপনি কেন ভোটারদের বিশ্বাস করতে পারছেন না। ভোটাররা যেকোনো রাজনৈতিক দলকে আস্থায় নিক।
‘বিষয়টা এ রকম সরল হয়ে যায় যে— আপনি আমাকে কিছু টাকা দিন, আমি আপনাকে ভোট দিয়ে দেব। এভাবে ভোট করলে তো সব কিছু শেষ হয়ে যায়’— এমন মন্তব্য করে ইউনূস আরো বলেন, ‘আমরা বলেছি, আমরা এভাবে ভোট করতে চাই না। ভোটাররা এই বিতর্কগুলো দেখছে। প্রতিদিনের পত্রিকায় বিতর্কগুলো আসছে।’
জুলাই সনদ নিয়ে গণভোট দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘হ্যাঁ, এটা আমিও শুনেছি। তবে এখানে অনেক জটিলতা আছে। গণভোট আসলে অর্থহীন।কারণ, বেশির ভাগ মানুষই বুঝবে না আপনি কী জন্য ভোট দিচ্ছেন। ফলে মানুষ এ নিয়ে হাসাহাসি করবে, যে এর কোনো মানে হয় না।’ তিনি বলেন, সব রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর জড়িত হতে হবে এবং একমত হতে হবে। যাতে সব দল এতে একমত হয় আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি।