Banner 320x50

গণহত‍্যার জন‍্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান

 


স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত ও ১৯৭১ সালের গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে সচিব পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ঢাকা-ইসলামাবাদ সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, “পাকিস্তানের কাছে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার ফেরতের দাবি জানানো হয়েছে। ইসলামাবাদ বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মতি দিয়েছে।” তিনি আরও জানান, “বাংলাদেশে এখনও তিন লাখ ২৫ হাজার পাকিস্তানি আটকে রয়েছেন, তাদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।”

এছাড়া দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। সচিব জানান, “খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। তবে আমরা আমাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। কারও দিকে ঝুঁকে পড়ার প্রশ্নই আসে না।”

বৈঠকে উপস্থিত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন, “ঢাকায় এসে আমি অত্যন্ত খুশি। দুই দেশের মধ্যে আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।”

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন এবং পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.