নতুন আশার আলো ফুটবলপ্রেমীদের মনে হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের জাতীয় দলে যোগ দিচ্ছেন কানাডা-প্রবাসী ফুটবলার সামিত সোম। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও হৃদয়ে টান অনুভব করছেন বাংলাদেশের প্রতি। অবশেষে সেই টানই টেনে এনেছে তাকে লাল-সবুজের জার্সির পথে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, সামিত ইতোমধ্যেই জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তার সম্মতির পরই শুরু হয়েছে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। আগামী ১০ জুন, ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচেই জাতীয় দলে অভিষেক করানোর লক্ষ্যে কাজ করছে বাফুফে।
বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যালভারি এফসিতে খেলছেন সামিত। এর আগে তিনি কানাডার অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২১ এবং জাতীয় দলে অংশ নিয়েছেন। ফলে বাংলাদেশের হয়ে খেলতে হলে লাগবে ফিফার বিশেষ অনুমোদন, তবে বাফুফে আশাবাদী, এই প্রক্রিয়াও জটিলতা ছাড়াই সম্পন্ন হবে।
জামাল ভূঁইয়া, তারিক কাজীর পর সামিত সোম বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণদের জাতীয় দলে আসার ধারা আরও দৃঢ় হচ্ছে। আর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসা হামজা চৌধুরীর অভিষেক তো ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনার জন্ম দিয়েছে।
সামিতও চান সেই আগুনের অংশ হতে। তিনি জাতীয় দলের ভবিষ্যৎ সূচি নিয়েও আগ্রহ দেখিয়েছেন। সময়ের সীমাবদ্ধতা আর আনুষ্ঠানিক প্রক্রিয়ার চাপে চললেও, সবকিছু ঠিকঠাক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে। তবে সেটা হবে আরেকটি বড় মাইলফলক বাংলাদেশের ফুটবলের জন্য।
লাল-সবুজের স্বপ্ন এবার সামিতের চোখেও। অপেক্ষা শুধু সেই প্রথম বাঁশির, যা জানান দেবে—বাংলাদেশের হয়ে শুরু হলো আরেকটি প্রবাসী তারকার নতুন অধ্যায়।