Banner 320x50

‘এতোদিন শোভাযাত্রা একটি রাজনৈতিক বলয়ে গড়ে উঠেছিল, আজ তা ভেঙ্গে গেছে’

 


বর্ষবরণের ‘মঙ্গল শোভাযাত্রা’ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ষবরণের শোভাযাত্রায় অংশ নিতে এসে তিনি বলেন, "মঙ্গল শোভাযাত্রা ছিল ফ্যাসিস্টদের দেওয়া একটি নাম। যেখানে আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই, সেখানে কোনো মঙ্গল থাকতে পারে না।"

ফরহাদ মজহার বলেন, "এখন যেটা হচ্ছে, সেটিই আসল মঙ্গল। এখানে সবাই অন্তর্ভুক্ত—কেউ বাদ নেই। দীর্ঘদিন ধরে শোভাযাত্রা একটি রাজনৈতিক বলয়ের মধ্যে আবদ্ধ ছিল, যা এখন ভেঙে গেছে।"

তিনি আরও বলেন, "একটি বিশেষ গোষ্ঠী আওয়ামী ফ্যাসিস্টদের টিকিয়ে রেখেছিল। আমরা তাদের রাজনৈতিকভাবে যেমন পরাজিত করেছি, তেমনি সাংস্কৃতিকভাবেও তাদের বিতাড়িত করব।"

মজহার বলেন, "আমাদের সংস্কৃতিতে 'মঙ্গল' বলতে কিছু নেই। আমাদের উৎসব বিজু, বিহু, বৈসাবি। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ একসঙ্গে উদযাপন এখন নতুন মাত্রা তৈরি করেছে। এটি কেবল সাংস্কৃতিক নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ।"

তিনি দাবি করেন, শোভাযাত্রা এতদিন ফ্যাসিবাদের সাংস্কৃতিক রূপ ছিল। তবে এখন তা ‘জনগণের উৎসবে’ রূপ নিয়েছে, যেখানে বাঙালি ছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই উদযাপনকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এক শক্ত বার্তা বলেও আখ্যা দেন তিনি। বলেন, "বহির্বিশ্বকে এখন বোঝাতে হবে বাংলাদেশ কী। আমরা দুনিয়া জয় করব।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.