Banner 320x50

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল আসর

 


পাকিস্তান সুপার লীগে করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই দেশে ফিলে এসেছেন বাংলাদেশের অন্যতম ড্যাশিং ওপেনার লিটন কুমার দাস। অনুশীলনে গিয়ে আঙ্গুলে চোট পেয়ে দুই সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন এই ওপেনার। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন লিটন নিজেই।

ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে সত্যিই মুখিয়ে ছিলাম; কিন্তু সর্বশক্তিমান অন্য পরিকল্পনা করে রেখেছেন। একটি অনুশীলন সেশনে গিয়ে আমি আঙ্গুলে আঘাত পেয়েছি। স্ক্যান করার পর দেখা গেলো, হেয়ারলাইন ফ্র্যাকশ্চার ধরা পড়েছে। এ থেকে সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ সময় লাগবে।’

‘তাই দুঃখের বিষয় হল, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালবাসা কামনা করছি। সে সঙ্গে আমার দল করাচি কিংসকেও অনেক শুভকামনা জানাচ্ছি।’

পিএসএল খেলতে গত মঙ্গলবার পাকিস্তান গিয়েছিলেন লিটন। আঙুলের চোটে ৪ দিনের মধ্যেই দেশে ফিরতে আসতে হচ্ছে তাকে।

চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও লিটনকে পিএসএলের পুরোটার জন্যই ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছিল সিলেট টেস্টের দল। কিন্তু চোটে পড়ে এখন পিএসএলও খেলা হবে না লিটনের।

তবে বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটনসহ তিনজন। এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.