Banner 320x50

এবার প্রধান বিচারপতির বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

 


প্রধান বিচারপতির সরকারি বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকায় কোনো সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা কিংবা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, বিভিন্ন দাবিতে কিংবা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে যে কেউ রাস্তায় নেমে পড়লে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বানও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.