Banner 320x50

শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান

 


কারাবন্দি অবস্থায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (১৫ মে) দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

সম্প্রতি ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের সঙ্গে সরাসরি সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ। এরপর গত সোমবার (১২ মে) আদিয়ালা কারাগারে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান দেখা করেন ইমরান খানের সঙ্গে। সেখানেই আলোচনায় সম্মতি দেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তবে স্পষ্টভাবে জানান, আলোচনার সব প্রক্রিয়া হতে হবে গণমাধ্যমের চোখের আড়ালে, অর্থাৎ ক্যামেরার পেছনে। যেন ফলপ্রসূ আলোচনা সম্ভব হয় এবং রাজনৈতিক সমঝোতার পথ সুগম হয়।

এদিকে ইমরান খানের সম্মতির পর সরকারের সঙ্গে যোগাযোগ শুরুর প্রস্তুতি নিচ্ছে পিটিআই। দলটির নেতারা বলছেন, অতীতে আলোচনার অনেক চেষ্টাই ব্যর্থ হয়েছে গণমাধ্যমে অতিরিক্ত প্রচার ও রাজনৈতিক চাপের কারণে। এবার তারা গোপনীয়তা রক্ষা করে বাস্তবসম্মত আলোচনা চান।

উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় পরিষদে দেয়া বক্তব্যে পিটিআইকে সংলাপে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ। সেই প্রস্তাবকেই স্বাগত জানিয়ে এবার সরাসরি আলোচনায় আগ্রহ দেখালেন ইমরান খান

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.